সূত্র: GBN News
২৭ অক্টোবর ২০২৪
সংগৃহীত |
গত ১৫ জুলাই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাধা দেওয়া ও বিভিন্ন সময়ে হলের ছাত্রী নির্যাতনের অভিযোগ এনে ছাত্রলীগের ২২০ জন সদস্যদের বিরুদ্ধে আরও একটি মামলা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় এই মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।
তিনি জানান, মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাধা দিয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও মামলা হবে বলে জানিয়েছেন তিনি।
মামলার অন্যতম আসামী হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারন সম্পাদক তানভীর হাসান সৈকত।
এ/এস
#bangladesh #protest #president #election #trump #komola #Sheikh #hasina #hasnat #sarjis #case #bsl #ছাত্রলীগ #মামলা #সারাদেশ #হত্যা #killed #pm #younus #iran #israel
Tags:
National News