ইরানে আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে আগুন

 

ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। 

শনিবার (১৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে খোমেন শহরে খোমেনির বাড়িতে আগুন জ্বলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভিডিওর স্থানটি খোমেনির বাড়ি বলে নিশ্চিত করলেও হামলার কথা অস্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভিডিওতে কয়েক বহু মানুষকে বাড়িটির বাইরে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি বৃহস্পতিবার বিকেলে ধারণ করা হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার কর্মী নেটওয়ার্ক। 
বে খোমেনের প্রেস অফিস সংবাদসংস্থা তাসনিমকে জানিয়েছে, অল্প কিছু সংখ্যক মানুষ বাড়ির বাইরে জড়ো হয়ে পরে একটি ভিডিও শেয়ার করেছিলেন। বাড়িটি 'প্রয়াত ইমামের তীর্থযাত্রী ও অনুরাগীদের জন্য সবসময় খোলা' বলেও জানায় তারা। 
এ বাড়িতেই আয়াতুল্লাহ খোমেনির জন্ম হয়েছিলো বলে ধারণা করা হয়। বর্তমানে এটি তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। 
ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনি। পশ্চিমা-ঘেঁষা শাসক শাহ মোহাম্মদ রেজা পহলভিকে অপসারণ করে সেখানে ধর্মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খোমেনি। এখনও প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন করা হয়।
খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটলো। দুই মাস আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর এই বিক্ষোভের সূচনা হয়। 

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post