নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে না

 সূত্র: GBN News

২৪ অক্টোবর ২০২৪

GBN News

যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। এসব সংগঠনের যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন আছে তাদেরও বাদ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’


আসিফ মাহমুদ আরও বলেন, ‘ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর।’


চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ।

বুধবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 


#gbnnews #news #gbnnews24 #news24 #gbn24 #gbn #gbnews #president #pentagon #washingtonpist #trump #kamala #pm #sheikhhasina #armychief #bdarmy #decision #X #trends #bd #bangladesh #bangladeshcrises #angladescrisis #army #genarel #bdchief #election


Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post