স্মার্টফোনের কেস হলদে হয়ে গেছে? সমাধান জেনে নিন

Source: GBN News

19 DEC 2024

Gbn News

নিয়মিত ব্যবহারের ফলে স্মার্টফোনের কেসে ময়লা জমে যায়। স্বচ্ছ ধরনের কেসগুলো আবার হয়ে পড়ে হলদেটে। কীভাবে পরিষ্কার করবেন ফোনের কেস জানেন? টিপস জেনে নিন।

1. স্বচ্ছ ফোন কেস থেকে হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা বেশ কাজের। ফোন থেকে কেস খুলে একটি তোয়ালের ওপর রাখুন। পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর একটি ভেজা টুথব্রাশ দিয়ে বেকিং সোডা ধীরে ধীরে ঘষে নিন। কেসটি ভালোভাবে পানিতে ধুয়ে ফেলুন। একইভাবে কেসের দুই দিক পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুছে নিন। শুকিয়ে তারপর ফোনে লাগিয়ে নেবেন।

2. ভিনেগারের সাহায্যে পরিষ্কার করতে পারেন স্মার্টফোনের কেস। এজন্য প্রথমে একটি পাত্রে ফোন কেসটি সম্পূর্ণ ডুবিয়ে নিন। এরপর কেসটির উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর এক কাপ সাদা ভিনেগার ধীরে ধীরে ঢেলে নিন। এতে কিছুক্ষণের জন্য ফেনা তৈরি হবে। এরপর কেসটি পাত্রে দুই ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে নিন।

3. ডিশ সোপ ব্যবহার করেও ফোনের কেস পরিষ্কার করা যায়। একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে ফেনাযুক্ত মিশ্রণ তৈরি করুন। এরপর একটি নরম টুথব্রাশ দিয়ে কেসের প্রতিটি কোনা ও ফাঁকফোকর আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কারের সময় কেসটি বারবার পানিতে ডুবিয়ে নিতে হবে, যাতে জমে থাকা ময়লা আলাদা হয়ে যায়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, মুছে ও শুকিয়ে নিন পুনরায় ব্যবহার করার আগে।
#gbnnews #news #news24 #today #phone #call #mobile #smartphone #bangladesh #uk #us #un #india


Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post