GBN NEWS
13 May 2025
![]() |
GBN NEWS |
#জামায়াতকে একাত্তরের পরাজিত শক্তি 'রাজাকার' বলায় #বিএনপিকে দেশ ছাড়তে প্রস্তুত থাকার হুমকি;
আরেকটি টক-শো তে মুক্তিযুদ্ধের পক্ষের আলোচককে শুনতে হলো 'শাট-আপ'
'#রাজাকার' শব্দটি #জামায়াতের কাছে তেতো সত্য। #জামায়াতকে এখন আমেরিকান ডিপ-স্টেটের সাথে তুলনা করাই যায়। কারণ দেশের রাজনৈতিক সচেতন সকলেই বুঝতে পারছেন #জামায়াত যেদিকে বলে সরকার সেদিকেই যায়। মাত্র ১ঘন্টার আল্টিমেটামে ইউনূসকে #জামায়াত তার বি-টিম #এনসিপি দিয়ে 'চাপে ফেলা' নামক নাটক দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়েছে। এর ফলে সরকারের উপর জামায়াতের কতৃত্ব সকল রাজনৈতিক মহলই টের পাচ্ছেন।
গয়েশ্বর চন্দ্র রায় একটি প্রশ্ন রেখেছেন- আওয়ামী লীগের পর #বিএনপি নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি যে আসলেই নাই তার নমুনা খুব তাড়াতাড়ি #বিএনপিকে #জামায়াত দেখিয়ে দিলো।
#বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এক টক-শোতে 'জামায়াতকে একাত্তরের পরাজিত শক্তি' হিসেবে সম্বোধন করেন, যা ঐতিহাসিক ভাবে সত্য৷ কারণ জামায়াত ৩০ লক্ষ শহীদের #গণহত্যার পিছনে #পাকিস্তানি হানাদারদের মূল সহায়ক। ২লক্ষ মা বোনের ইজ্জতভ্রষ্টে তাদেরও অংশগ্রহণ ছিলো। এই ৩০ লক্ষ শহীদ এবং ২লক্ষ মা-বোনের মধ্যে মুসলমানদের সংখ্যার আধিক্য ছিলো বেশি। কারণ পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে বা সম্ভ্রম লুটের উল্লাসে মেতেছিলো তা এক পাকিস্তানের উদ্দেশ্য হাসিলেই ছিলো। হিন্দু মুসলমান দেখে তারা #ধর্ষণ করে নাই। তারা চেয়েছে, ধর্ষণের ফসল হিসেবে যে নবজাতকের জন্ম এই দেশে হবে তারা ভবিষ্যতে বড় হয়ে বাপের(পাকিস্তানি) সাথে বেঈমানী করবেনা। সুতরাং হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল বাঙালী গণহত্যার অংশীদার গোলাম আজমের নাপাক দল এই জামায়াতে ইসলামী-কেই বলতে হবে৷ কিন্তু আজকের পরিস্থিতিতে জামায়াত বাংলাদেশের সরকার পরিচালক হয়ে গিয়েছে। মিডিয়াতে ওপেন থ্রেট দিয়ে বলছে যে, একাত্তরে #নৃশংস #গণহত্যার ইতিহাস উচ্চারণ করা যাবে না; #জামায়াতকে #রাজাকার বা একাত্তরের পরাজিত শক্তি বলা চলবে না। বললে পরিণতি আওয়ামী লীগের মতই হবে #বিএনপির। #বিএনপিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলে বসে #জামায়াতের কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ #জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ৷
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের পর মুক্তিযুদ্ধের পক্ষে সকল কন্ঠরোধের অপতৎপরতা দেখা যাচ্ছে৷ এর একটি নজির দেখা যায়, চ্যানেল আই'এর আরেকটি টক-শোতে; যেখানে একাত্তরের পক্ষে একজন আলোচক একাত্তরে রাজাকারের #নৃশংসতার ইতিহাস তুলে ধরলে তাকে আচমকাই #ফ্যাসিস্টের দোসর বানিয়ে আরেক বক্তা চিৎকার করে বলে উঠে "শাট আপ"। এরপরই চিৎকার করা ব্যাক্তিটি একাত্তরের ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। তার এই প্রশ্ন স্পষ্টতই প্রমাণ করে এই ব্যক্তিটি একাত্তরকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করেনা৷ কিন্তু যে মুক্তিযুদ্ধারা #পাকিস্তানের ট্যাংক, কামান, যুদ্ধ জাহাজ এবং শক্তিশালী বিমান #হামলার মোকাবেলা করে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের পক্ষের শক্তিকে " শাট আপ" বলেই কন্ঠরোধ করা যায়? যায় না এবং যায় নি। প্রতিউত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের আলোচক বলে উঠলেন, আপনি জামায়াতকে সাপোর্ট করছেন, আপনি রাজাকার, আপনি ৩০ কক্ষ শহীদের কিলার।
দেশটা পরাজিত শক্তির কালো হাতে চলে গেলেও সত্যের জয় একদিন হবেই। দেশে আবার ফিরে আসবে বাক-স্বাধীনতা ও গণতন্ত্র। ততদিন দেশবিরোধী এই অপশক্তি কতটা নিচে নামতে দেখতে থাকুন আর নিজেদের সংঘবদ্ধ করুন। বিজয় আসবেই অশুভ শক্তিকে পরাজিত করে।
#Bangladesh #BangladeshCrisis #war #UN #UnitedNation #France #Spain #EU #Russia #Ukraine #UK #Norway #China #SaudiArabia #Middleeast #Israel #Turkey #NYT #NY #America #Brazil #Sports #Finland #Germany #Poland #Croatia #Brand #GBNNeWS #news #update #gbnnews24 #Freedom #71war #1971 #Indopakwar #indiapak #drones #attack