সূত্রঃ HT Bangla
Hrithik Roshan Birthday: ৫০ বছরে পা দিলেন হৃতিক রোশন। তাঁর জন্মদিনে তাঁর মা পিঙ্কি রোশন একটি বিশেষ পোস্ট করলেন। সেখানে ছেলের জন্য তিনি কি লিখল...
হৃতিক রোশনের জন্মদিনে তাঁর মায়ের বিশেষ পোস্ট
এদিন হৃতিক রোশনের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন পিঙ্কি রোশন। সঙ্গে দেন অভিনেতার আগামী ছবি ফাইটার ছবির একটি ছবি। এই ছবি দুটোর সঙ্গে তিনি হৃতিকের জন্য একটা লম্বা পোস্ট লেখেন ইনস্টাগ্রামে।
এদিন পিঙ্কি রোশন যে ছবিটি পোস্ট করেছিলেন সেখানে হৃতিক রোশনের মাত্র পাঁচ বয়সের ছবি দেখা যাচ্ছে। আর বর্তমানে তিনি ৫০ এ পা দিলেন। এই লম্বা সফর পেরোনোর পর পিঙ্কি এদিন লেখেন, 'এই দুটো ছবি সেই একই পবিত্র আত্মার যার একটা সোনার হৃদয় আছে। ৫ মাস থেকে ৫০, এই সময়ে তুমি পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, লক্ষ লক্ষ মানুষের মনে বিরাজ করেছ যাঁরা তোমায় ভালোবাসেন। আমরা সবাই জানি তুমি এই এক জীবনের থেকে অনেক বড়। এই পৃথিবীতে তুমি ৫০ বছর পূর্ণ করে ফেললে, অনেককে আনন্দ এনে দিয়েছ। কিন্তু আমি তোমায় তখন থেকে জানি যখন তুমি কেবল একটা হৃদস্পন্দন ছিলে। আমার মধ্যে ছিলে। অনেক রাত এমন কেটেছে যখন আমি ঘুম পাড়ানি গান গেয়েছি যাতে তুমি আমার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারো।
এদিন তিনি ছেলের জন্য আরও লেখেন, 'তুমি যখন জন্মালে তখন থেকেই তুমি এই পৃথিবীর। তুমি সবাই খুশি, আনন্দ দেওয়ার মাধ্যমে নিজের ভালো থাকা বেছে নিয়েছ। তোমার গোটা জীবন অন্যদের জন্য কেটেছে।'
মায়ের এই পোস্টে এখনও কোনও উত্তর দেননি হৃতিক। তবে তাঁর বহু অনুরাগীরাই তাঁকে এই পোস্ট জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
#gbn #gnnews #news #newstoday #today #today news #messi #lm10 #birthday #success #successstory #mother #wish #wishes #development
Tags:
Entertainment
fake journalism
indian politics
international affairs
International News
iran vs israel
Share this news all
ReplyDelete