হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়, নিশ্চিত শেষ ষোলো

  ১৯ সেপ্টেম্বর ২০২৪

সূত্র: স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত 

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে অংশগ্রহণ করেছে আর্জেন্টিনাও। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বেশ বেগ পেতে হয়েছে আলবিসেলেস্তেদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে। 


বুধবার (১৮ সেপ্টেম্বর) তাসখন্দের হোমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় আফগানিস্তানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোল দুইটি করেন মাতিয়াস রোসা। অবশ্য আর্জেন্টিনার হজম করা গোলটি ছিল আত্মঘাতী গোল। গোলরক্ষক নিকোলাস সার্মিয়েন্টো নিজেই গোলটি হজম করেন। 


এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। টানা দুই জয়ে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা।


এখনও পর্যন্ত গ্রুপের চার দলই দুইটি করে ম্যাচ খেলেছে। যেখানে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়েটেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।  এক জয় ও এক পারজয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আফগানিস্তান। অ্যাঙ্গোলাকে হারিয়ে এক জয় ও এক পরাজয়ে তৃতীয় স্থানে রয়েঝে ইউক্রেন। দুই ম্যাচে কোনো জয় না পাওয়া অ্যাঙ্গোলার অবস্থান চতুর্থ ও শেষে। 


২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

#messi #leo #argentina #cpc #USA #germany #denmark #EURO #LM10 #cr7 #sports #result #final #stadium #match #clear #need #cup #organizer #publisher #genuine  #gbnnews24 #gbnnews #newstoday #updatenews #journlism #great #war



Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post