সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে : আলিয়া

 20 Sep 2024

Staff Reporter: GBN NEWS



বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হল অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে হিন্দি সিনেমার নায়ক সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে কথা বলেছেন আলিয়া।


সেই সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘গাঙ্গুবাইয়ের চরিত্রের জন্য অনেকের থেকে অনেক প্রশংসা পেয়েছি। কিন্তু সবচেয়ে মিষ্টি প্রশংসা পেয়েছি ইব্রাহিম আলি খানের থেকে। মেসেজ করে সে লেখে, আমার অভিনয় তার খুব ভাল লেগেছে। যাকে সে রোজ দেখে, তার থেকেই অনেককিছু শিখতে পেরেছে। এছাড়াও গাঙ্গুবাইয়ের চরিত্রটি নাকি তার মনের জোর বাড়িয়ে দিয়েছে। আমার অভিনয়ের আরও অনেক প্রশংসা জানিয়েছিল ইব্রাহিম। ওর এই প্রতিক্রিয়ায় রাতের ঘুম উড়ে গিয়েছিল।’


এর আগে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে সহ পরিচালক হিসাবে‌ কাজ করেছেন ইব্রাহিম। ওই ছবির সেট থেকেই আলিয়া ভাট ও রণবীর‌ সিং-এর সঙ্গে দারুণ বন্ধুত্ব জমে উঠেছিল এই স্টারকিডের।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে কায়োজি ইরানি পরিচালিত, ধর্মা প্রোডাকশন প্রযোজিত কাজল অভিনীত ছবি ‘সরজমিন’। এই ছবিতে প্রথমবার ইব্রাহিম আলি খান-কে বড়পর্দায় দেখা যেতে চলেছে। এছাড়াও একটি প্রেমের ছবিতে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাকে। এখনও পর্যন্ত নির্মাতারা ছবির নাম ‘ডিলার’ চূড়ান্ত করেছেন।

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post