সূত্র: ইনডিপেনডেন্ট টিভি
মোস্তাফিজ গনি, রাজশাহী ৮/৯/২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মারা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্টোর অফিসার ছিলেন। রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
২০১৪ সালে সন্ত্রাসী হামলায় তাঁর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার রাতের পিটুনিতে এবার প্রাণ গেল মাসুদের। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন মাসুদ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শনিবার রাতে গুরুতর আহত মাসুদকে বোয়ালিয়া থানায় সোপর্দ করে কিছু যুবক। ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগ তুলে তাঁর বিচারের দাবি জানান তারা।
এর আগে, রাত ১০টার দিকে নগরীর বিনোদপুর বাজারে পিটুনির শিকার হন মাসুদ। পরে আহত অবস্থায় তাঁকে প্রথমে মতিহার থানা ও পরে বোয়ালিয়া থানায় নেওয়া হয়। তবে কে বা কারা তাঁকে পিটিয়েছে তা জানা যায়নি।
বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় অসুস্থ মাসুদ বলেন, ‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম, ওই জন্য ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগ-টগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।’ এ সময় বারবার পানি চাচ্ছিল মাসুদ।
পুলিশ কর্মকর্তা পারভেজ জানান, থানায় মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।
মাসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান বোয়ালিয়া থানার ওসি। বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
#rajshahi #police #bangladesh #bangladeshcrisis #bdprotest #government #terrorism #terrorist #killing