জানাজা শেষে ফেরার পথে হানিফ মিয়াকে জবাই করে হত্যা, ঘটনাস্থলে সেনাবাহিনী

 01 OCT 2024

Source : Channel24 

Gbnnews 


নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ গেইটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।


পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পূর্ব শত্রুতা, পারিবারিক ও ব্যাবসা সংক্রান্ত বিরোধের জেরে গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফের ছোট ভাই বাবু। ওই ঘটনায় নিহত হানিফ ও তার ভাই বাবুর নামে হত্যা মামলা দায়ের করা হয়।


সম্প্রতি নিহত হানিফের চাচাতো ভাই মারা যায়। আজ সে তার চাচাতো ভাইয়ের জানাযায় অংশ নেয়। জনাজা শেষে ঈদগাহ গেইটের সামনে বের হলে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।


নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানান, গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে হানিফের ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারিকে খুন করবে। আমরা ধারণা করছি আজকে নাইম ও নাদিম হানিফকে খুন করেছে।


নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।


#gbnews #gbnnews #gbnnews24 #news #gb #gbnews #national #news #killing #crime


Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post