মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১

 সূত্র: GBN NEwS

10 OCT 2024


বঙ্গোপসাগরে বাংলাদেশের মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪টি ট্রলার অপহরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে তাদেরকে বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকেরা।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।

গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।


Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post