আন্দোলনে নিহতের পরিবারকে দেওয়া অনুদান আত্মসাৎ, গ্রেপ্তার ১

 সোর্স: স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০২৪

GBN News

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার মনিটরিং টিম বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি। 


এতে বলা হয়, সিফাত উল্লাহ (১৯) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। বিভিন্ন সংগঠন সিফাত উল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। সিফাতের পরিবার সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগে জানান, গত ৬ অক্টোবর তাদের কাছ থেকে অভিনব কৌশলে ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি অর্থ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা সেজে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে ফোন দেয়। তারপর টাকা দেওয়ার কথা বলে শহীদ পরিবারের কাছ থেকে ব্যাংক একাউন্ট নম্বর চায় এবং সুকৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেয়। তারপর টাকা দেওয়ার সিরিয়াল নাম্বারের কথা বলে ওটিপি নিয়ে নেয়। ওটিপি নেওয়ার পর প্রতারক চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়।


সাইবার মনিটরিংয়ের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করে প্রতারক চক্র ও অপরাধের ধরন সনাক্ত করে। সাইবার ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য ক্রয় করে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুর জেলার শিবচর থানাধীন সূর্য্যনগর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মাদারীপুরের শিবচরের মো. আকাশ ব্যাপারীকে (২১) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি  স্বীকার করেন তারা ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

#gbnews #gbnnews #gbnews #gbnnews24 #24 #2024 #gbnnews #news #gbn #gb #pm #president #election #protest #politics

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post