দেশজুড়ে গণগ্রেফতারের নির্দেশ

 সূত্রঃ আজকেট কন্ঠ

২৯/০৭/২০২৫

#gbnnews24

আজকের কন্ঠ


দেশজুড়ে ১০ দিনের গণগ্রেফতার অভিযানের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা


সারাদেশে ১০ দিনব্যাপী বিশেষ অভিযান ও গণগ্রেফতার পরিচালনার জন্য পুলিশ ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ)। আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে পুলিশের সকল ইউনিটে এ সংক্রান্ত একটি ‘গোপনীয়’ নির্দেশনা পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, "ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান" এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করতে পারে। এই সময়ে "বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি" অনলাইন ও অফলাইনে অপপ্রচার চালিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী পুলিশের সব ইউনিটকে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে:


বিশেষ অভিযান ও গ্রেফতার: ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এবং তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে।


ব্যাপক তল্লাশি: গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব ধরনের সন্দেহজনক যানবাহন ও ব্যক্তির ওপর তল্লাশি চালাতে হবে।


গ্রেফতারি পরোয়ানা তামিল: আদালত কর্তৃক জারি করা পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করতে হবে।


নিরাপত্তা বৃদ্ধি: বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের মতো জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।


টহল জোরদার ও সাইবার মনিটরিং: শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় মোবাইল টহল বৃদ্ধি করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা রুখতে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


তবে, ‘গণগ্রেফতার’ শব্দটির ব্যবহারে বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অতীতে এ ধরনের অভিযানে সাধারণ মানুষ ও বিরোধী কর্মীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

#massarrest #arrest #powerseizer #dryounus #corruptdryounus #younus #noble #usa #europe #eu #russia #ukraine #england #uk #france #nato #warzone #poland #bulgaria #belarus #america #africa #asia #india #unitednation

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post