করোনা মহামারিতে সবচেয়ে বেশী বিপদে পড়েছেন গাইবান্ধার খামারীরা


করোনা মহামারিতে সবচেয়ে বেশী বিপদে পড়েছেন গাইবান্ধার খামারীরা। এমন এক খামারী তার কষ্টের কথা “Gaibandha Newsকে জানিয়েছেন। সেই খামারীর কথা হুবহু তুলে ধরা হলো

 খামারী: আসসালামু আলাইকুম।

আমরা খামারীরা কার কার কাছে জিম্মি হব??? দুধের মুল্যায়ন নাই, খাদ্যের দাম বৃদ্ধি, জরুরি সেবা থেকে বঞ্চিত। গতকাল আমার একটা ৯ মাসের গাভিন গরু ( প্রথম বার) শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু বরন করে যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকার কম নয়। প্রোটজোয়া আক্রান্ত সন্দেহে বাকি গরু গুলোর রক্ত পরিক্ষা করার জন্য আই এল এস টি (গাইবান্ধা) তে যোগাযোগ করি এবং বিস্তারিত বলি, লকডাউনে অফিস বন্ধ বলে ওনার কিছু করার নাই। #খামারির আর্থিক ক্ষতির কথা বাদ দিলাম, এই অবলা প্রানির জীবনের কি কোন দাম নাই? প্রানিসম্পদ আরো কবে জরুরি সেবার আওতায় পরবে???? #মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রানীসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এমন পরিস্থিতিতে যদি খামারিরা এই সেক্টর থেকে চলে যায় আমদানি নির্ভর হওয়া ছাড়া উপায় থাকবে না। আর আমদানি নির্ভর হলে কি হবে সেটা আর নাই বা বললাম।

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post