গাইবান্ধার আজ সকাল ৯টা ১৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়

 


স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার আজ সকাল ৯টা ১৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভূ-কম্পে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। তবে এ এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।
এর উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে।
কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের আঘাতে দুলেছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর আশেপাশের বেশ কয়েকটি জেলা।


Gaibandha News; gbnnews; earthquake; earth quake; gaibandha; Bangladesh

Post a Comment

If you have any doubts, So Please let me know.

Previous Post Next Post