প্রথম আলো:
গত রাতে একরকম অঘটনই ঘটেছে আফ্রিকান কাপ অব নেশনসে। ইকুয়েটরিয়াল গিনির কাছে ১-০ গোলে হেরে বসেছে গতবারের চ্যাম্পিয়ন আলজেরিয়া।
ইকুয়েটরিয়াল গিনির ডিফেন্ডার ওস্তেবান ওরেজকোর গোল শোধ করতে পারেননি রিয়াদ মাহরেজরা। আগের ম্যাচে ড্র করা আলজেরিয়া এখন গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় কাঁপছে। গ্রুপের তলানিতে আছেন মাহরেজরা।
এই পরাজয়ে দীর্ঘদিন ধরে চলে আসা আলজেরিয়ার একটা রেকর্ডেও ছেদ পড়ল। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে সবচেয়ে লম্বা সময় ধরে অপরাজিত থাকার চলমান রেকর্ডটা এত দিন আলজেরিয়ার কাছে ছিল। গতকাল হেরে যাওয়ার কারণে সে রেকর্ড এখন লিওনেল মেসির আর্জেন্টিনার। ২৭ ম্যাচ ধরে অপরাজিত আছে এবারের কোপাজয়ী আর্জেন্টিনা।
এটি অবশ্য চলমান অপরাজিত যাত্রার রেকর্ড। সবচেয়ে বেশি অপরাজিত যাত্রার রেকর্ড ছুঁতে এখনো কিছুটা পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে। রেকর্ডটা এখন ইতালির দখলে, গত অক্টোবরে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারের আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি।
#argentina #brazil #football
#argentina #brazil #football