3/7/2025
GBN News
![]() |
GBN News |
July #Terrorist Vaishnav and NCP #leaders and activists' shameless arbitrariness: Forcefully organizing a fair and #occupying the Khulna #Deputy #Commissioner's office - threatening to remove them if permission is not given.
The Anti-Discrimination Student #Movement and NCP #terrorists forcibly occupied #Khulna Deputy Commissioner Saiful Islam's office to allow a month-long exhibition and various shops to be set up under the #banner of the July #Fighters and #July Memorial Celebration Committee.
On Sunday, around 12 noon, a #mob of July #terrorists went to the Khulna Deputy Commissioner's office. The Deputy Commissioner discouraged them from organizing the fair. At that time, the terrorists accused the Deputy Commissioner of being a fascist accomplice and threatened to start a movement demanding his resignation if permission was not given, alleging that he had been insulted in July. Later, they sat on the floor of the Deputy Commissioner's room.
Sitting there, they wrote an #application to the #secretary seeking #permission for the #fair.
The mob recently applied to the Khulna City Corporation administrator for permission to organize various events throughout the month in the open courtyard of Zia Hall at Shibbari intersection in the city. Local businessmen said that in the past, the main organizers earned between 12 and 15 lakh taka from organizing fairs at the Zia Hall premises.
#Bangladesh #BangladeshCrisis #BNP #mob #voilance #conflict #Bangladesh #Ukraine #poland #UnitedNation #UnitedStates #USA #UK #Norway #Germany #France #war #Russia #Nato #NATO #EU #attack #Switzerland
জুলাই #সন্ত্রাসী বৈছা ও এনসিপি নেতা-কর্মীদের নির্লজ্জ স্বেচ্ছাচারিতাঃ জোরপূর্বক মেলার আয়োজন করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান
- অনুমতি না পেলে অপসারণের হুমকি প্রদান
—-
জুলাইযোদ্ধা ও জুলাই স্মৃতি উদযাপন কমিটির ব্যানারে মাসব্যাপী প্রদর্শনী ও বিভিন্ন দোকান বসানোর অনুমতি দিতে খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলামের কক্ষে জোরপূর্বক অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির #সন্ত্রাসীরা।
রবিবার, দুপুর ১২টার দিকে জুলাই #সন্ত্রাসীদের একটি #মব খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসক তাদের মেলার আয়োজন করার বিষয়ে নিরুৎসাহিত করেন। এ সময় সন্ত্রাসীরা জুলাই নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ তুলে জেলা প্রশাসককে ফ্যাসিস্টের দোসর এবং অনুমতি না দিলে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে বলে হুমকি দেয়। পরে তারা জেলা প্রশাসকের কক্ষের মেঝেতে বসে পড়ে। সেখানেই বসে তারা মেলার অনুমতি চেয়ে সচিব বরাবর আবেদনপত্র লেখে।
নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হলের উন্মুক্ত প্রাঙ্গণে মাসব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন করে এই মব বাহীনি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অতীতে জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লাভ করেন মূল আয়োজকরা।
#Bangladesh #BangladeshCrisis #BNP #gbnnews #gbnews #Gaibandha #news #newstoday #updatenews #currentaffairs